ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নাটোরে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪০, ৪ জুলাই ২০২০

নাটোর সদর উপজেলার নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রদানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের প্রায় ১৭ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রদান অতিথি হিসেবে এসব অনুদানের অর্থের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় এমপি শিমুল বলেন,নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমনিতেই মানবেতর জীবনযাপন করেন। সম্প্রতিকালের বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবেও কোন সুবিধা পাচ্ছেন না। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জন্য এই অনুদানের ব্যবস্থা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মদ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামী লীগের যুগ্ম দপ্তর সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,মহিলা ভাইস চেয়ারম্যান কাজল প্রমুখ। 
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার ৩৮৩ জন নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে ১৬ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি