ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে গৃহহীনদের ঘর হস্তান্তর করলেন এমপি দিদার

সীতাকুণ্ড সংবাদদাতা

প্রকাশিত : ২৩:০৪, ৪ জুলাই ২০২০

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নতুন ঘর তৈরী করে দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। তিনি শনিবার (৪ জুলাই) বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শীলপাড়া ও ৫ নং ওয়ার্ডের দাশপাড়ার রঞ্জিত শীল এবং স্বপ্না রানী দাশকে নতুন ঘরের চাবি তুলে দেন।

গত ডিসেম্বরে বাড়বকুণ্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গরীব,অসহায় উক্ত দুই পরিবারের ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এমপি দিদারুল আলমের  আর্থিক সহযোগীতায় এবং ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীর ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত, গৃহহীন দুই পরিবারের মাঝে উক্ত ঘর তৈরী করে দেওয়া হয়।

ঘরের চাবি হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ  এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি