ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় আশা কর্মকর্তার মৃত্যু

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

প্রকাশিত : ১১:৪১, ৫ জুলাই ২০২০

করোনায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আশা’র পটুয়াখালীর বাউফলের কনকদিয়া শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলামের (৪৩) মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) সকালে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

মৃতের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানায়। শেবাচিমের পরিচালক বাকির হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘নমুনা পরীক্ষায় গত ১৩ জুন শফিকুলের করোনা পজিটিভ আসে।’

মৃতের আত্মীয়-স্বজনদের সূত্রে জানা গেছে, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন শফিকুল। অবস্থার উন্নতি না হলে ২৮ জুন বরিশাল শেবাচিমে পাঠানো হয় তাকে। 

উল্লেখ, দুই নারীসহ বাউফলে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের। 

এআই// এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি