ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৪, ৫ জুলাই ২০২০

কথা কাটাকাটির জেরে ফরিদপুরে প্রকাশ্য দিবালোকে মিজানুর রহমান বাচ্চু (৪৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের পূর্ব খাবাসপুর চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ। 

নিহত বাচ্চুর ভাগিনা মো. আরাফাত জানান, ‘বাচ্চু বাসা থেকে এশার নামায পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে ছুরি দিয়ে উপর্যুপুরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে। তবে হাসপাতালে নেয়ার আগেই বাচ্চু মারা যান।’

তিনি জানান, ‘মামার সাথে এর আগে এই যুবকদের কথা কাটাকাটি হয়েছিল, তার প্রতিশোধ নিতেই তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা হত্যাকারী সন্দেহে শরীফ (১৮) ও হাবিবকে (১৮) নামে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। দু’জন হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে হত্যাকাণ্ডের সাথে ৩ জন জড়িত ছিল।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

এআই// এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি