ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে ৩৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১ 

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল 

প্রকাশিত : ১৭:২১, ৫ জুলাই ২০২০ | আপডেট: ১৭:৩৬, ৫ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের অভিযানে ৩৪৫ বোতল ফেনসিডিলসহ আক্তার হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আক্তার হোসেন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া এলাকার হাজী আব্দুল আহাদের ছেলে।

জানা গেছে, সরাইল থানার ওসি নাজমুল আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, এসআই গৌতম চন্দ্র দে, এস আই শাহাদাত হোসেন, এএসআই মো.আলাউদ্দিনসহ পুলিশ ফোর্স বাড়িউড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে মাদকসহ আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল আহমেদ আল মামুন জানায়,গত রাত ২টার সময় আক্তারের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ কারবারী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। 
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি