ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনায় কর্মহীনদের গাছ ও খাদ্যসামগ্রী দিল যুবলীগ

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪১, ৫ জুলাই ২০২০ | আপডেট: ১৭:৪৫, ৫ জুলাই ২০২০

পাবনায় ৬’শ কর্মহীন পরিবারের মধ্যে গাছ ও খাদ্য সামগ্রী বিতরণ করল জেলা যুবলীগ। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ারের সহযোগিতায় করোনা ভাইরাসের দুর্যোগপূর্ণ সময়ে কর্মহীন অসহায় পরিবারের হাতে একটি করে গাছ ও ৫ দিনের সমপরিমান খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পাবনা যুবলীগ ধারাবাহিকভাবে স্কয়ারের সহযোগিতায় জেলায় প্রায় বিশ হাজার পরিবারকে এ সহায়তা দিয়ে আসছে। 

পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে জেলা ও ইউনিয়ন যুবলীগের কর্মীরা এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা প্রদান করছেন।

ত্রাণ কার্যক্রমের সময় উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জাসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা জেলা যুবলীগ করেনাকালীন সময়ে পাবনা পৌর এলাকাসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসছেন। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণার আলোকে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হচ্ছে একটি করে গাছের চারা। খাদ্য কর্মসূচি বিতরণের পরে স্কুল মাঠ প্রাঙ্গণে রোপণ করা হয় গাছ।

আগামী দিনেও সকল খাদ্য সহায়তার সাথে উপহার হিসাবে থাকবে একটি গাছ। যে গাছগুলো প্রতিটি পরিবার নিজ দায়িত্বে বাড়ির আঙ্গিনায় লাগাবেন বলে জানালেন আয়োজকরা।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি