ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে বিলের পানিতে ডুবে ৩ তরুণের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৬, ৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় গভীর বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিক্ষার্থীসহ তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে। এই ৩ তরুণের মৃত্যুতে এলাকায়  শোকের মাতম চলছে। ঘটনাস্থলে ভিড় করেছেন শতশত এলাকাবাসি।

নিহতেরা হলেন, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি, একই এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির ও কিতাব আলীর ছেলে স্বাধীন। নিহত স্বাধীন কোনাবাড়ির মর্ণিং সান স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর রনি কোনাবাড়ি জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ন করতেন।

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন জানান, আজ দুপুরে বাইমাইল এলাকায় একটি বিলে ওই তিন তরুণসহ ৫ থেকে ৬ জন গোসল নামেন। গোসলের এক পর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে বিকালে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে দুই শিক্ষার্থীসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি