ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০০:১৫, ৬ জুলাই ২০২০ | আপডেট: ০০:২০, ৬ জুলাই ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৯১১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ২৩ জন, নাঙ্গলকোটে ৫ জন, লাকসামে ৭ জন, দাউদকান্দিতে ১ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ১ ও আদর্শ সদরে ২ জন।  এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছে ১০৩ জন।
    
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৯১১ জন আর মৃত্যুবরন করেছেন ১০৬ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৩৯১১ জনের মধ্যে নতুন ১১৬ জনসহ ১৭৬২ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৫৩ জন, দেবীদ্বারে ৩৪১ জন, মুরাদনগরে ২৬০ জন, চান্দিনায় ২০৭ জন, লাকসামে ২৩৪ জন, চৌদ্দগ্রামে ২৩৭ জন, বুড়িচংয়ে ১৮৪ জন, নাঙ্গলকোটে ২১৯ জন, আদর্শ সদরে ১৪৭ জন, দাউদকান্দিতে ১৫১ জন, সদর দক্ষিনে ১২৪ জন, তিতাসে ১০৪ জন, ব্রাহ্মনপাড়ায় ৫৮ জন, বরুড়ায় ১২৯ জন, মনোহরগঞ্জে  ১০৪ জন, হোমনায় ১৪৯ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৬১ জনসহ জেলায় মোট আক্রান্ত ৩৯১১ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছে ১০৬ জন।
কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ  ২০১০৪ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৯৩৬২ জনের। 
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি