ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনসহ ৪ দফা দাবিতে মানববন্ধন 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৪, ৬ জুলাই ২০২০

ঠাকুরগাঁও জেলায় পিসিআর ল্যাব স্থাপন ও সরকারি দায়িত্বে বিনা খরচে করোনা পরীক্ষাসহ ৪ দফা দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখা। 

ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ব্যানার ও ফ্যাসটুন হাতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।   
  
এসময় বাসদ এর সংগঠক প্রকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে  জেলা সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শারিয়ার ইমন, আব্দুল কাদের ও  দিনাজপুর জেলা সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক ও সংগঠক কিবরিয়া হোসেন বক্তব্য রাখেন।

বক্তাগন জেলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন, সরকারি দায়িত্বে বিনা খরচে করোনা পরীক্ষা করা, করোনা দুর্যোগে কৃষক,  শ্রমিক, ছাত্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান এবং পাট কল বন্ধ করার ঘোষণা বাতিল করার দাবি জানান ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি