ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাটোরে করোনা জয়ী এসিল্যান্ডকে ডিসির ফুলেল শুভেচ্ছা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ৬ জুলাই ২০২০

করোনা জয়ী নাটোর সদরের সহকারি কমিশনার,ভূমি (এসি ল্যান্ড) আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  রহিমা খাতুন, এনডিসি জাকির মুনসী, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসকের একান্ত সহকারী রথিন মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, এসি ল্যান্ড গত ৯ জুন  করোনায় আক্রান্ত হন। তিনি সদর উপজেলা সহ নলডাঙ্গা উপজেলা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় সংক্রমিত হন। প্রায় ২৮ দিন পর সোমবার তিনি পুনরায় তার কর্মস্থলে যোগদান করেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি