ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিককে দেখতে গেলেন ভাইস-চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪০, ৬ জুলাই ২০২০ | আপডেট: ২৩:৪৪, ৬ জুলাই ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুরাদনগরের ইউপি চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত মুমূর্ষ সাংবাদিক শরিফুল আলম চৌধুরীকে দেখতে গেলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লার সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।

সোমবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেটিকস বিভাগে চিকিৎসাধীন শরিফের চিকিৎসার খোজ-খবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিল শরিফের পিতা মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধুরী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাধারণ সম্পাদক মো. সাইফ উদ্দিন (রনী), সাংবাদিক খালিদ বিন নজরুলসহ আরও অনেকে।

আমরা মুক্তিযুদ্ধার সন্তান কুমিল্লা শাখার সভাপতি ও  কুমিল্লা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান  তারিকুর রহমান জুয়েল সাংবাদিক ও মুক্তিযুদ্ধার সন্তান শরিফের জীবননাশের উদ্দেশে হামলার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের কার্যকরি পদক্ষেপ কামনা করেন। 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি