ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০০:০১, ৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মানুষের মধ্যে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরে বাগৃহাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে তিন'শ হত-দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সোমবার বিকেলে বাগহাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ সচেতনতামূলক আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, আব্বাছ আলী, দেওয়ান চান্দ আলী,হাবিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া এসময় প্রবাস থেকে মুঠোফোনে সার্বিক খোঁজ খবর রাখেন,সংগঠনের সভাপতি জহুর আলী ও সাধারন সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরাফাত ছালাউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুলতান আহমদ। এর আগেও এই সংগঠনের উদ্যোগে করোনায় ঘর বন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি