ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ‘গোলাগুলিতে’ দুই মাদক কারবারী নিহত 

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪০, ৭ জুলাই ২০২০

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘গোলাগুলিতে’ দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার ভোর রাতে হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

পুলিশের দাবি, এ ঘটনায় এসআই মশিউর রহমান, কনষ্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছেন।

নিহতরা হলো, হ্নীলা মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২০) ও হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে আব্দুল জলিল (৩০)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘মাদক বিরোধী অভিযান চলাকালে ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় অপরাধীদের ছোড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি