ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ চার দিনমজুর

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ৭ জুলাই ২০২০

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুটি ডিঙ্গি নৌকাডুবিতে ৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর ৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজুর ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)। তারা সবাই দিনমজুর।

জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর এলাকার ১৩ জন দিনমজুর দুটি ডিঙ্গি নৌকায় পদ্মা নদীর চরে উলু ঘাস কাটতে যাচ্ছিলেন। একটি নৌকায় ছিল ৯ জন ও অপর নৌকায় ৪ জন। নদীর তীর থেকে একটু দূরে যেতেই নদীর প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়। এরপর ৯ জন সাঁতরে নদীর কূলে এসে অসুস্থ হয়ে পড়লেও এখনও নিখোঁজ রয়েছে ৪ জন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, ‘ডিঙ্গি নৌকায় নদী পাড়ি দিয়ে চরে উলু ঘাস কাটতে যাওয়ার সময় দুইটি নৌকা ডুবে যায়। এরপর সাঁতার কেটে ৯ জন নদীর কূলে এসে অসুস্থ হয়ে পড়লেও এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ায় সুস্থ হয়ে উঠেছেন। তারা সবাই ভেড়ামারা উপজেলার জামালপুরের বাসিন্দা।’

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান, ‘সাদিপুর একটি রিমোর্ট এলাকা হওয়ায় আমরা এখনও ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। তবে পাবনার ফায়ার সার্ভিস দল কাজ করছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি