সিরাজগঞ্জে বন্যার পরিস্থিতির উন্নতি, কমছে দুর্ভোগ
প্রকাশিত : ১৫:১৭, ৭ জুলাই ২০২০
সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরে যমুনার পানি অব্যাহতভাবে কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার হার্ড পয়েন্টে পানি ২৪ সেন্টিমিটার কমে আজ মঙ্গলবার সকালে তা বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার বন্যাকবলিত ৫টি উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে পানি নেমে যাওয়ায় কমেছে বানভাসি মানুষের দুর্ভোগ।
এদিকে জেলার শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, সদর ও কাজিপুর উপজেলার বন্যাকবলিত মানুষের জন্য ১২৫ টন চাল বরাদ্দ দেয়া হলেও তারা এখনও পায়নি বলে জানিয়েছে।
এছাড়া, শাহজাদপুরে বিস্তীর্ণ গো-চারণ ভূমি তলিয়ে থাকায় দেখা দিয়েছে গো-খাদ্য সংকটের। এ কারণে পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের ৩০ হাজার খামারি পড়েছেন বিপাকে। তাদের শুকনা খাবার দিয়ে দুধ উৎপাদনে খরচ বাড়লেও ন্যায্যমূল মিলছে না।
এআই/এমবি
আরও পড়ুন