ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৮, ৭ জুলাই ২০২০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পিতা-পুত্র হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নিহতদের ভাড়া করা একটি ট্রলার, ব্যবহৃত মোবাইল ফোন ও কাপড়-চোপড় উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। 

তিনি জানান, আটকের পর আসামিরা জানিয়েছে খুনের পর বাকেরগঞ্জ উপজেলার দুবারচর ও গোমা গ্রামে আসামি মো. বাদশা হাওলাদার (৩৮), শাহীন খাঁ (২৫) ও মো. সানি হাওলাদার (১৭) নিহতদের বাগানে ও নদীতে ফেলে দেয়। পরে মায়ের পরশ নামে একটি ট্রলার, একটি ব্যবহৃত মোবাইল, সাড়ে তিন হাজার টাকা ও কাপড়-চোপড় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

পরবর্তীতে বরিশাল জেলা পুলিশের একটি দল প্রযুক্তির মাধ্যমে মোবাইলফোনের সূত্র ধরে তাদের অবস্থান নির্ণয় করে ঢাকা জেলা পুলিশের সহায়তায় গতকাল সদরঘাট এলাকার তেলঘাট থেকে ছিনতাই করা ট্রলারসহ তাদেরকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ৩ জুলাই সন্ধ্যা ৭টার দিকে বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চর লক্ষ্মীপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে ছেলে মো. ইয়ামিন হাওলাদার (২০) কে গলাকাটা এবং পরদিন সকাল ৮টার দিকে একইস্থানে নদীতে ভাসমান অবস্থায় বাবা হেলাল উদ্দীনের (৫৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি