ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুগঞ্জে বাড়িতে গাঁজার চাষ,নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৭, ৭ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজা চাষ করার অভিযোগে সুজেদা বেগম প্রকাশ সুজি (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনারামপুর গ্রামের গোলাইলবাগ এলাকার বাড়ি থেকে ৭টি গাঁজার গাছ এবং ৩'শ গ্রাম শুঁকনো গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি আভিযানিক দল সোনারামপুরে ওই নারীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে সাতটি গাঁজার গাছ পাওয়া যায়।
 
গ্রেফতার হওয়া সুজেদা বেগম প্রকাশ সুজি র‌্যাবকে জানায়, তার বাবা জাহেদ মিয়ার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। প্রয়াত স্বামী বাবুল মিয়ার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বনগ্রামে। প্রায় পাঁচ-ছয় মাস আগে তিনি গাঁজার গাছ লাগিয়েছেন বলে জানান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি