ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দোহারে আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩২, ৭ জুলাই ২০২০ | আপডেট: ১৮:৩৪, ৭ জুলাই ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাগানে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেণ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। 

এরপর সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ও উপজেলা চেয়ারম্যানের বাংলোয় বৃক্ষরোপন করা হয়। পরে নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে ১০টি করে প্রতিকী গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, পরিষদের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ৯০০টি করে গাছের চারা উপহার দেওয়া হবে। 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি