ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ৭ জুলাই ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাণীগঞ্জ এলাকায় বাঁধের পানিতে ডুবে ইসমাইল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার রুবেল ইসলামের ছেলে।

রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে রাণীগঞ্জ সুইজগেট বাঁধের পানি বেড়ে গেছে। মঙ্গলবার দুপুরে খেলাচ্ছলে সবার অগোচরে শিশু ইসমাইল বাড়ি থেকে বের হয়ে পাশে বাঁধের পানিতে নামলে সে ডুবে যায়।

পরে তাকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে পরিবাবের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাঁধের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি