ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০০, ৭ জুলাই ২০২০

কুড়িগ্রামের ত্রিমোহনী এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালক নিহত হয়েছে। এ ঘটনায় ৪ আটো যাত্রী আহত হয়েছে। আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানায়,মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কাঠালবাড়ী থেকে কুড়িগ্রামগামী একটি অটো রিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে ঘটনাস্থলেও অটো চালক শাহ আলম (৪০) মারা যায়। নিহতের বাড়ী কাঠালবাড়ী ইউনিয়নের তালুক কালোয়া। আহত অটো যাত্রীদের বাড়ী একই ইউনিয়নের আগমনী এলাকায়। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি