ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে করোনা উপসর্গে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ৮ জুলাই ২০২০

পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫৫) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত মিজানুর উপজেলার সূর্য্যমণি গ্রামের জলিল হাওলাদারের ছেলে। পাশের উপজেলা দশমিনার উচ্চমান পরিবার কল্যাণ সহকারী পদে কর্মরত ছিলেন তিনি। 

তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা (পিকেসা) বলেন, ‘করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মিজানুর গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে অবস্থার অবনতি বিকেলের দিকে মারা যান তিনি। পরে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। এ ঘটনায়   পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি