ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আমুকে নলছিটিতে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা 

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:৩৪, ৮ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৫৬, ৮ জুলাই ২০২০

ঝালকাঠি-২ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ১৪ দলের নতুন মুখপাত্র হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতার সাফল্য কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস লস্কর, সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু।

পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সাধারণ সম্পাদক জনার্ধন দাস, যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান। 

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও আমির হোসেন আমুকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি