ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ৮ জুলাই ২০২০ | আপডেট: ১৮:১১, ৮ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৩ বোতল ফেনসিডিলসহ মো.জোবায়ের হোসেন-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উপজেলার সেজামুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জোবায়ের হোসেন সেজামুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মাদক ব্যবসায়ী জোবায়ের হোসেনকে গ্রেফতার করে।

পরে তার ঘরে তল্লাশী চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮৬ হাজার টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি