ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ৮ জুলাই ২০২০

গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সাইফুল ইসলাম। হিমার দীঘি এলাকায় মো.কুদ্দুস সাহেবের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত সাইফুল রংপুর জেলার, গঙ্গারচর থানার, চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
এঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার (ওসি) আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত পরকীয়ার জেরে পারিবারিক কলহে জড়ায় এই দম্পতি। সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি