ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে তিন বিজিবিসহ আক্রান্ত আরও ১০ 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৪, ৮ জুলাই ২০২০

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টার তিন বিজিবি সদস্য ও হাসপাতালের একজন সিনিয়র নার্সসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলারই ৯ জন। অন্যজন পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। 

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। 

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৩৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭০ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের।

নতুন সংক্রমিত সদর উপজেলার ৯ জনের মধ্যে তিনজন বিজিবি সদস্য ও একজন সদর হাসপাতালের ৫৬ বছর বয়সী নার্স। 

অন্যরা হলেন, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুরের ২২ বছর বয়সী এক নারী, গড়েয়ার মিলনপুরে ৩২ বছর বয়সী এক পুরুষ, পৌরসভার মুসলিমনগরের ১৮ বছর বয়সী একজন ছেলে ও ১২ বছর বয়সী এক মেয়ে এবং শহরের শাহপাড়ার ৪৮ বছর বয়সী এক পুরুষ। অপরজন পীরগঞ্জের বাকুড়া নামক এলাকার ৪২ বছর বয়সী এক পুরুষ।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি