ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাল্য বিয়ে করতে এসে বরের ৬ মাসের জেল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাট উপজেলার পাটিআমলাই গ্রামে বাল্য বিয়ে করতে আসার অভিযোগে জাহিদ (২৩) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত জাহিদ পত্নীতলা উপজেলার পাটিআমলাই গ্রামের সামসুল ইসলামের ছেলে। আজ বুধবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আড়ানগর ইউনিয়নের কাজিপুর এলাকার মাহবুব আলমের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে করতে আসেন জাহিদ হাসান। প্রশাসন জানতে পারে সেখানে মেয়ের মত ছাড়াই বাল্য বিয়ে হচ্ছে। এমন খবরের ওপর ভিত্তি করে উপজেলা প্রশাসন ও পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বর জাহিদকে আটক করে। 

এ সময় অন্যরা পালিযে যায়। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

এআই//এমবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি