ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সরাইলে দুই দফা সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫০, ৮ জুলাই ২০২০

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

আজ বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এই সংর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে সকালে স্থানীয় মেম্বার মিজান মিয়া এবং অলি মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাতেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন-মোহাম্মদ নাজমুল আহমেদ জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।’ 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি