মৌলভীবাজারে করোনা জয়ী-আক্রান্তদের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত : ১২:০২, ৯ জুলাই ২০২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই শিশুসহ করোনা জয়ী ৫১ ও আক্রান্ত ১৩ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় প্রত্যেককে আড়াই হাজার টাকা করে প্রদান করা হয়।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ নগত অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। উপজেলায় এখন পর্যন্ত ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন ৫১ জন।
এর আগে আক্রান্তদের বাড়িতে গিয়েও খাদ্য সহায়তা দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে করোনা জয়ীরা উপস্থিত থেকে অর্থ গ্রহণ করলেও আক্রান্তদের বাড়িতে অর্থ পৌঁছে দেয়া হয়।
এআই//এমবি
আরও পড়ুন