ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বন্যার আরও উন্নতি, কমেনি দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ৯ জুলাই ২০২০

সিরাজগঞ্জে যমুনায় অব্যাহত রয়েছে পানি কমার হার। এতে করে বন্যার সার্বিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর এ পয়েন্টে পানি ১৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলে এখনও বন্যার্তদের দুর্ভোগ কমেনি। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে থাকায় যাতায়াতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

অন্যদিকে, পানি কমার সাথে সাথে যমুনা নদী তীরবর্তী অনেক এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি