ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দুমকিতে হাসপাতাল কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৫৩, ৯ জুলাই ২০২০

পটুয়াখালীর দুমকির লূথ্যারান হেলথ কেয়ারের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা ডেভিড ঘোষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সদ্য চাকরিচ্যুত হওয়া নার্স যুথিকা মন্ডল।  

বুধবার (৮ জুলাই) রাত ৮টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সেবিকা যুথিকা মন্ডল এ অভিযোগ করেন। 

তিনি বলেন, ‘লুথ্যারান হেলথ কেয়ারের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা ডেভিড ঘোষ প্রায়ই তাকে অনৈতিক কাজের প্রস্তাব দেন ও বেশ কিছুদিন রাতে ব্যক্তিগত বাংলোয় ডেকে পাঠান।’

যুথিকা মন্ডল বলেন, ‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে ও আমার স্বামীকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি এই করোনাকালীন সময়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা চাকরিতে পুনর্বহাল চাই। একই সাথে যৌন হয়রানির দায়ে ডেভিড ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লূথ্যারান হেলথ কেয়ারের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা ডেভিড ঘোষ বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কর্তব্যে অবহেলা ও একজন বিদেশি চিকিৎসকের সাথে বাজে ব্যবহার করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘নার্স যুথিকা মন্ডল বরখাস্ত হয়ে স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে হাসপাতালে ও আমার উপরে হামলা চালিয়েছে। আমি এই হামলার বিচার দাবি করছি।’

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি