ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ৯ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চিনাইর ও আখাউড়ায় সড়কের বাঁক সোজাকরণ প্রকল্পের অংশের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনে আয়োজনে চিনাইর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে ও উলচাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত নয় জমির মালিকের মাঝে ৭৩ লাখ ৯৯ হাজার ৬৭৭ টাকার চেক বিতরণ করা হয়। 

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অঞ্জন দাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের উপাধ্যক্ষ একেএম শিবলী এল.এ. শাখা কানুনগো মো. আবুল কাশেমসহ সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। 

চেক বিতরণ অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অঞ্জন দাস বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের মাঝে এই অর্থ বিতরণ করছি। সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারী অধিগ্রহণকৃত ভূমি মালিকদের সঙ্গে কোনো ধরণের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি