ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ৯ জুলাই ২০২০

চুয়াডাঙ্গায় ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৪ জনের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান।এতে বক্তব্য রাখেন,কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী জীবননগরের সাইফুল্লাহ মাহমুদ ও সাংবাদিক শাহ আলম সনি। 

প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, লকডাউনে ঘরে বসে স্বাভাবিক জীবন ব্যাহত হয়। মানুষকে ঘরে রাখতে হলে একটা পরিবেশ দরকার। মেলাকে আকর্ষণ করা। প্রতিযোগিতার আয়োজন না করলে ওয়েবসাইটে ঢুকতেন না। ১৯৬ জন অংশ নিয়েছেন। ৫০টা প্রশ্ন ছিলো। আয়োজন সার্থক হয়েছে। আয়োজকদের বাইরে অনেকে দেখেছেন। 

ডিজিটাল মেলায় বিজয়ী প্রথম স্থান অধিকারী সাইফুল্লাহ মাহমুদকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী জুবায়েদুল আনোয়ারকে ৩ হাজার টাকা,তৃতীয় স্থান অধিকারী মেহেরাব্বিন সানভীকে ২ হাজার টাকা এবং ১১ জনকে সান্তনা পুরস্কার হিসেবে ১ হাজার করে টাকা পুরস্কৃত করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি