ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ৯ জুলাই ২০২০ | আপডেট: ২১:৫২, ৯ জুলাই ২০২০

নিহত ইউপি সদস্য জিল্লুর রহমান

নিহত ইউপি সদস্য জিল্লুর রহমান

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া হাটে বণিক সমিতির সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল্লাহ নামে আরও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান পাঁচলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। তিনি হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবদলের সভাপতি।

পাঁচলিয়া হাটের ইজারাদার ওয়াজেদ আলী জানান, ‘সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমান বণিক সমিতির মিটিংয়ের নামে পাঁচলিয়া হাটে গণজমায়েত করার চেষ্টা করছিল। বিষয়টি আমরা ইউএনওকে অবগত করলে তিনি পুলিশ পাঠিয়ে দেন। পুলিশের সামনেই আরাফাত গং সেখানে মিটিং করার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্রতিপক্ষের মারধরে আহত হন ইউপি সদস্য জিল্লুর রহমান। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আব্দুল্লাহ নামে আরও একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

অপরদিকে সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমান বলেন, ‘আমরা বণিক সমিতির সভা আহ্বান করার পর হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলমের গুন্ডাবাহিনী বাধা দিলে কথা কাটাকাটি হয়। কোন মারপিটের ঘটনা ঘটেনি। ওই ইউপি সদস্য আগে থেকেই অসুস্থ ছিলেন, তাই স্ট্রোক করে মারা গেছেন।’

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ‘দুই পক্ষের কথা কাটাকাটি হয়েছে। ময়নাতদন্তে ইউপি সদস্যের মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি