ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৯, ৯ জুলাই ২০২০

বরিশালে মেডিকেলসহ সকল হাসপাতালে ২০ হাজার টেকনোলজিস্ট নিয়োগ, সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে টেকনোলজিস্টরা। এ সময় পুরনোদের চাকরি স্থায়ীকরণেরও দাবি জানানো হয়। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করে তারা।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বরিশাল জেলা, মহানগর ইউনিটের আয়োজনে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা প্রতিবাদী সমাবেশ ও মৌনমিছিল করেন। 

মেডিকেল টেকনোলজিস্ট বরিশাল বিভাগীয় সভাপতি মো. গেলাম মোস্তফার সভাপতিত্বে বক্তারা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি