ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

পানিতে ডুবে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নলছিটি সংবাদদাতা 

প্রকাশিত : ২১:৪৯, ৯ জুলাই ২০২০ | আপডেট: ২১:৫৬, ৯ জুলাই ২০২০

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের ২ দিন পর ডুবে যাওয়া স্কুল ছাত্রী ফারজানার (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফারজানা উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

রানাপাশা গ্রামের ফারুক হোসেন মুন্সির মেয়ে। রানাপাশা ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের থেকে জানা গেছে, ফারজানা গত মঙ্গলবার সকালে (সাড়ে ৯টার দিকে) প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালে পা ধুতে নামে। এ সময় পা ফসকে খালে পরে সে ডুবে গিয়ে নিখোঁজ হয়। 

এরপর এলাকাবাসী ও  ডুবুরীর দল তার সন্ধান করলে তাকে পাওয়া যায়নি। আজ সন্ধ্যা ৭ টার দিকে ওই খালে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে ফারজানার লাশ উদ্ধার করে। 
কেআই/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি