ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বিজিবি’র মেজরসহ আরও ২ জন আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৭, ৯ জুলাই ২০২০

চুয়াডাঙ্গায় বিজিবি’র মেজরসহ আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৮ জনে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান একুশে টিভিকে এ ফলাফল নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে নতুন ২০ জনের করোনার রিপোর্ট আসে। এর মধ্যে ২টি পজিটিভ। একজন বিজিবি মেজর ও অপরজন নতুন বাজারের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২ জন চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ২জন পুরুষ সদস্য। বয়স ৪১ থেকে ৫৮ বছরের মধ্যে। সুস্থ হয়েছেন ১৮৩ জন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি