ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে দুটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৮, ৯ জুলাই ২০২০

গাজীপুরে দু,টি কৃষি উপকরণ সামগ্রী, বিপণন এবং এগ্রো কেমিক্যাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কোনাবাড়ির বাঘিয়া নছের মার্কেট এলাকায় মাসকো এগ্রো কেমিক্যাল এবং ইউনিসন এগ্রো কেমিক্যাল নামে দুটি কারখানায় এ অভিযান চালানো হয়। 

গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এএসআই ) দেয়া গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাঘিয়া এলাকার ওই দুটি কারখানায় এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। 

কারখানা দুটিতে এগ্রো কেমিক্যাল উৎপাদনের কোন বৈধ অনুমতি গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান,কারখানা দুটিতে এগ্রো কেমিক্যাল ও পণ্য উৎপাদনের বৈধ অনুমতি না থাকায় মাসকো এগ্রো কেমিক্যাল কারখানাকে এক লাখ টাকা এবং ইউনিসন এগ্রো কেমিক্যাল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা দুটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানকালে গাজীপুর এনএসআইয়ের কর্মকর্তাবৃন্দ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি