ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে করোনা প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম বিষয়ক মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৭, ৯ জুলাই ২০২০

জয়পুরহাট করোনা প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম বিষয়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বেগম শামীমা নার্গিস। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার উপ পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ। 

সভায় জেলার করোনা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং স্বাস্থ্য সচেতনতাসহ জেলায় করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব স্থাপন বিষয়ে  আলোচনা হয়। সেই সাথে আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে নানা রকম পরিকল্পনার কথা জানানো হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক ডাক্তার জুবায়ের গালিব, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম মন্ডল, সহ-সভাপতি একুশে টিভির প্রতিনিধি এস এম শফিকুল ইসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। তার আগে সচিব মহোদয় জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ কর্মকর্তাদের নিয়ে আক্কেলপুরের গোপীনাথপুর আইএসটি'র আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি