ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে আরও ১৭ জন করোনায় আক্রান্ত 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৭, ১০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। 

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ল্যাবে আজ ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়।  শনাক্তদের মধ্যে ১৭ জন সুনামগঞ্জের বাসিন্দা।  

এদিকে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান, নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৩ জন এবং দিরাই উপজেলার ৪ জন রয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৫ জন। মারা গেছেন ৮ জন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি