ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী গুরাপুতু নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৪, ১০ জুলাই ২০২০

কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী সৈয়দ আহমদ ওরফে গুরাপুতু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার ভোরে শহরের কবিতা সত্ত্বর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত গুরাপুতু কক্সবাজার শহরের ইসুলুঘোনা এলাকার সাব্বির আহমেদের ছেলে। দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অপারেশন অফিসার মো. মাসুম খান।

তিনি জানান, ‘শুক্রবার ভোররাতে ইয়াবার বিরোধ নিয়ে দুই গ্রুপের সঙ্গে গোলাগুলির খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লালি চালিয়ে একটি দেশিয় তৈরি পিস্তল, দুটি কার্তুজ ও ২শ পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুকে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মাসুম খান জানান, ‘নিহত গুরাপুতু শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি