ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজশাহী বিভাগে ৮ হাজার ছাড়াল করোনা রোগী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ১০ জুলাই ২০২০

রাজশাহী বিভাগে ৮ হাজার ছাড়াল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

পাবনায় এদিন কোন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় নওগাঁয় ১ ও বগুড়ায় একজন করোনাক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৮৮ জন।

আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১০৭ জন। আর ৩ হাজার ৬১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। দুপুরে দৈনিক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৫, নওগাঁয় ৩৯, নাটোরের ৭, জয়পুরহাটে ৫, বগুড়ায় ৫৭ ও সিরাজগঞ্জে ৪২ জন।’

ডা. গোপেন্দ্র নাথ জানান, ‘রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩ হাজার ৬০৮ জন। এছাড়াও মহানগরীতে ১ হাজার ১৩৫ জনসহ রাজশাহী জেলায় ১ হাজার ৪৬৯ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫৭, নওগাঁয় ৬২৬, নাটোরে ২৬৪, জয়পুরহাটে ৫১৬, সিরাজগঞ্জে ৭৮৬ ও পাবনায় ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১০৭ জন। এর মধ্যে রাজশাহীতে ১৩, নওগাঁয় ৯, নাটোরে ১, বগুড়ায় ৬৬, সিরাজগঞ্জে ৯ ও পাবনায় ৯ জন। সরকারি হিসেবে এখনও জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনাক্রান্ত রোগি মারা যায়নি।’

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ১৮৮ জন। এ নিয়ে বিভাগে বেঁচে ফেরার সংখ্যা ৩ হাজার ৬১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩২১, চাঁপাইনবাবগঞ্জে ৯৩, নওগাঁয় ৪৫৫, নাটোরে ৯৭, জয়পুরহাট ১৬৪, বগুড়ায় ১ হাজার ৬১৭  সিরাজগঞ্জ ১১৪ ও পাবনায় ২০০ জন।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি