ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় আক্রান্ত আরও ৩৯, মৃত বেড়ে ৯ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ১০ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৪৪, ১০ জুলাই ২০২০

নওগাঁয় নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬২৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫৫ জন। 

এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মহাদেবপুর উপজেলা সদরের কাচারীপাড়া গ্রামের ধান ব্যবসায়ী দবির উদ্দিন সরকারের (৭০) নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত বেড়ে ৯ জনে পৌঁছল। 

আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. আখন্দ মো. আখতারুজ্জামান আলাল।

জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫, মহাদেবপুরে ২, মান্দায় ৬, বদলগাছিতে ৪, নিয়ামতপুরে ৭, সাপাহারে ৪ ও পোরশায় একজন। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জনকে হোমে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৩, রানীনগরে ৬, আত্রাইয়ে ৪, মহাদেবপুরে ১০, মান্দায় ১, বদলগাছিতে ৪, পত্নীতলায় ২, ধামইরহাটে ১, নিয়ামতপুরে ১২, সাপাহারে ২৬ এবং পোরশা উপজেলায় ৫ জন। 

একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৯২ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৭২৮ জন। এছাড়া করোনা মুক্ত হয়েছেন আরও ২৫ জন।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি