ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ২১৩ বোতল ফেনসিডিলসহ ৩ কেজি গাঁজা উদ্ধার 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ১০ জুলাই ২০২০

নওগাঁর সাপাহার ও ধামইরহাট সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় শুক্রবার সকালে পৃথক স্থান থেকে বিজিবি ২১৩ বোতল  ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানান বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবির সাপাহার করমুডাঙ্গা বিওপি কমান্ডার নাযেব সুবেদার আনিছুর রহমান কাশেমপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা ৪৮ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাজা ফেলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে মাদকগুলো উদ্ধার করে পলাতক মাদক ব্যবসায়ী মো. বাবুল (৩২), মো.তোপকুল(৩৪) ও মো. রাসেল (৪৮)কে আসামী করে সাপাহার থানায একটি মামলা দায়ের করে বিজিবি।

এদিকে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন ধামইরহাট উপজেলার পাগলদেওয়ান বিওপির নায়েব সুবেদার মো. ইদ্রিস আলী অভিযান চালিয়ে উপজেলার রুপনারায়ণপুর গ্রাম থেকে ৭৫ বোতল ও কাটনা গ্রাম থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি