ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় নতুন ৮৬ জন আক্রান্ত,সুস্থ ২২১৭ 

কুমিল্লা  প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ১০ জুলাই ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৩১০ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে সিটিতে ৩১ জন, চৌদ্দগ্রামে ১১ জন, লাকসামে ১০ জন, নাঙ্গলকোটে ০৬ জন, বরুড়ায় ৮, ব্রাহ্মনপাড়ায় ৬ জন, লালমাইয়ে ৬ জন, আদর্শ সদরে ৫ জন ও হোমনায় ৩ জন। নতুন ২ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ১২১ জন।
    
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৩১০ জন আর মৃত্যুবরণ করেছেন ১২১ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৪৩১০ জনের মধ্যে নতুন ২২১৭ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১৪০ জন, দেবীদ্বারে ৩৬৩ জন, মুরাদনগরে ২৬৮ জন, চান্দিনায় ২১৫ জন, লাকসামে ২৮২ জন, চৌদ্দগ্রামে ২৯৪ জন, বুড়িচংয়ে ১৯০ জন, নাঙ্গলকোটে ২৪২ জন, আদর্শ সদরে ১৬০ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, সদর দক্ষিনে ১৩৫ জন, তিতাসে ১১৮ জন, ব্রাহ্মনপাড়ায় ৬৬ জন, বরুড়ায় ১৫৮ জন, মনোহরগঞ্জে ১২৬ জন, হোমনায় ১৭২ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৭৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ৪৩১০ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ২১২৯৫ জন ও রিপোর্ট পাওয়া গেছে ২০,৯০৯ জনের।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি