ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মারা গেলেন ইউপি চেয়ারম্যান 

নারায়ন চক্রবর্ত্তী,সরাইল

প্রকাশিত : ২৩:৫০, ১০ জুলাই ২০২০ | আপডেট: ০০:৪৩, ১১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান মিয়া (৬৮)।  

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সরাইলে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।
 
পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 
   
সরাইল উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৫ জন। এতে সুস্থ হয়েছেন ৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। বাকি ৫৭ জন বিভিন্ন হাসপাতাল ও হোমকোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি