পত্নীতলায় বজ্রপাতে আদিবাসী কৃষক নিহত
প্রকাশিত : ০০:০৯, ১১ জুলাই ২০২০
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে আদিবাসী কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম জীবন মরমু (৪০)। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তার জামাই নয়ন মরমু (২৬) গুরুতর আহত হয়।
জানা গেছে,পত্নীতলা উপজেলার শালিগ্রাম গ্রামে মাছ মারার সময় বজ্রপাতে ওই কৃষক নিহত হয়। আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবতি জানান,উপজেলার কৃষনোপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত বদু মুরমুর ছেলে জীবন মুরমু শুক্রবার সকালের দিকে শালিগ্রাম গ্রামের জামাই নয়ন মুরমুর বাড়িতে বেড়াতে আসে। বিকালের দিকে শ্বশুর জামাই গ্রামের বিলে মাছ মারতে যায়। রাত ৮টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এর কিছু সময় পরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শ্বশুর নিহত হয়। আহত হয় জামাই নয়ন।
কেআই/
আরও পড়ুন