ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিজিবির দুই সদস্যসহ আক্রান্ত আরও ৭

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৬, ১১ জুলাই ২০২০

ঠাকুরগাঁওয়ে বিজিবির দুই সদস্য ও মা-মেয়েসহ নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা আড়াইশতে দাঁড়াল। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭৮ জন। 

শুক্রবার (১০ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরের ঘোষপাড়ার ৪৬ বছর বয়সী মা ও ২১ বছরের মেয়ে, শাহপাড়ায় ৪০ বছর বয়স্ক ব্যক্তি, চিলারং ইউনিয়নের মোলানীতে ৪০ বছর বয়স্ক ব্যক্তি, ৪৭ ও ৩৬ বছর বয়স্ক দুই বিজিবি সদস্যসহ মোট ৬ জন। অপরজন ২৯ বছর বয়স্ক পীরগঞ্জ উপজেলার রামদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মানিকগঞ্জ জেলায় একটি ব্যাংকে কর্মরত আছেন। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি