যমুনায় আবারও বাড়ছে পানি, বড় ধরনের বন্যার আশঙ্কা
প্রকাশিত : ১১:২৮, ১১ জুলাই ২০২০
সপ্তাহ খানেক ধরে কমে আসছিল সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। কিন্তু, ভারি বৃষ্টিপাত আর উজানে পাহাড়ি ঢলে আবারও তা বাড়তে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় নদীর পানি শহরের হার্ড পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে আজ শনিবার সকালে তা বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে জেলার যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকা আবারও প্লাবিত হয়েছে। বানভাসি মানুষের মাঝে নতুন করে দেখা দিয়েছে দুর্ভোগ। এমন অবস্থায় ফের বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
এআই//এমবি
আরও পড়ুন