ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১১ জুলাই ২০২০

নোয়াখালীর সেনবাগে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

শুক্রবার  (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে অর্জুনতলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে জানিয়েছে পুলিশ। 

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরামকে গ্রেফতার করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আকরাম ও তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে উদ্ধার করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি