ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে সীমিত পরিসরে পশুর হাট বসলেও মূল বেচাকেনা অনলাইনে 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৪, ১১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনা সঙ্কট মোকাবিলায় গাজীপুরে অনলাইনে পশুর বেচাকেনার ওপর জোর দেয়া হচ্ছে। তবে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কয়েকটি হাট বসানোর হতে পারে বলে জানা গেছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় গাজীপুরসহ রাজধানীর আশেপাশে কয়েকটি জেলায় কোরবানির পশুর হাট না বসানোর সুপারিশ করেছে জাতীয় করোনা প্রতিরোধ কমিটি। তবে গাজীপুরে কোরবানির পশু বেচাকেনার ক্ষেত্রে অনলাইনে জোর দেয়া হচ্ছে। এক্ষেত্রে যারা অনলাইনে কেনাকাটা করতে সমর্থ হবেন না, তাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হাট বসানোর পরিকল্পনা রয়েছে।’

রাজধানীর সন্নিকটে গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন উপজেলায় শতাধিক কোরবানির পশুর হাট বসে। তবে করোনা সঙ্কট থাকায় এসব হাটে পশু কেনাবেচা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী গাজীপুরে ৬ হাজার ৮৬১ জন খামারি রয়েছে। এতে পশু রয়েছে ৬১ হাজার ১৫০টি।
 
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি